তৃণমূল ও নির্দলের সমর্থনে পঞ্চায়েতের বোর্ড গঠন বিজেপির, উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থকরা।

0
184

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল ও নির্দলের সমর্থনে পঞ্চায়েতের ভোট গঠন বিজেপির। বোর্ড গঠনের পরেই পঞ্চায়েতের গেটে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থকরা। জানা যায় শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের আসন সংখ্যা মোট ২১ টি, যেখানে বিজেপি জয়লাভ করেছিল ১০টি আসনে। তৃণমূল জয় লাভ করেছিল ৯টি আসনে, একটি আসনে জয়লাভ করে সিপিএম। আর অন্য একটি আসনে জয়লাভ করে নির্দল। যদিও পরবর্তীতে সিপিএম প্রার্থী তৃণমূলে যোগদান করায় আরো একটি আসন বারে তৃণমূলের। আজ গয়েশপুর পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। প্রথম থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলে বোর্ড গঠন প্রক্রিয়া। তবে গোটা পঞ্চায়েত চত্বরে করা নজরদারি ছিল পুলিশের। জানা যায় ওই পঞ্চায়েতের নবনির্বাচিত বিজেপির প্রধান হয় শ্যামল ঘোষ, আর তৃণমূলের উপপ্রধান হয় শিপ্রা মন্ডল। বোর্ড গঠনের পরে বিজেপি নেতৃত্বরা জানিয়েছেন, নির্দলের জয়ী প্রার্থী ও ওই অঞ্চলের তৃণমূলের ৭ নম্বর বুথের জয়ী প্রার্থীর সমর্থনে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে সক্ষম হয় তারা। যদিও বোর্ড গঠনের পরেই বিজেপির নবনির্বাচিত প্রধান শ্যামল ঘোষ কে সাথে নিয়ে উল্লাসে মেতে ওঠে কর্মী সমর্থকরা। অন্যদিকে বিজেপি নেতৃত্বরা এও জানিয়েছেন, শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতে বিজেপি এবার ইতিহাস গড়লো, কারণ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সেই ভাবে প্রভাব না থাকলেও ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চলে বিজেপির যথেষ্ট প্রভাব তৈরি হয়, আর মানুষ ঢেলে ভোট দেওয়াতে তারা পঞ্চায়েতের বোর্ড গঠন করতে পারে। তবে বিগত দিনে ওই পঞ্চায়েতে উন্নয়নমূলক কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা, এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নতুন করে বোর্ড গঠন করায় ওই পঞ্চায়েতের কিভাবে আরো উন্নয়ন করা যায়, সেই লক্ষ্য থাকবে আমাদের বলে জানিয়েছেন তারা।