নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জন্ম ভিটে আলিনান গ্রামে, আর সেই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নামে শহীদ মাতঙ্গিনী ব্লক। দীর্ঘ কয়েক বছর শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। এবারে শহীদ মাতঙ্গিনী ব্লকের মোট আসন ছিল ৩০ টি। বিজেপি পায় ১৬ টি আসন, তৃণমূল কংগ্রেস পায় ১৩ টি আসন, এবং একটি আসন পায় সিপিআইএম। সোমবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে সমস্ত সদস্য উপস্থিত থাকলেও বিজেপির এক সদস্য শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। ভোটাভুটিতে ১৬-১৩ ভোটে সভাপতি নির্বাচিত হন বিজেপির জয়ী প্রার্থী সংগীতা আদক মাইতি, সহ-সভাপতি নির্বাচিত হন অরুনাভ মহাপাত্র। বিজেপি বোর্ড গঠনে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মত। এই প্রথম শহীদ মাতঙ্গিনী ব্লক বিজেপি দখল করায় জয়ী প্রার্থীদের গলায় মালা পরিয়ে আবির মাখিয়ে উল্লাসে মেতে ওঠে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন শহীদ মাতঙ্গিনী ব্লক চত্বর তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদের নেতৃত্বে কড়া নিরাপত্তার মধ্যে ঘেরা ছিল। বিজেপি বোর্ড গঠন করার পরেই তৃণমূলের জয়ী প্রার্থীরা আস্তে আস্তে বেরিয়ে যায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক বিজেপির দখলে। বোর্ড গঠনে সমর্থন করলো...