ঝলঝলিয়া সমন্বয় ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবির।

0
419

নিজস্ব সংবাদদাতা, মালদা:—- ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। ঝলঝলিয়া সমন্বয় ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা মোথাবাড়ি বিধায়িকা সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন ইংলিশ বাজারে পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শ্রীমতি অঞ্জু তেওয়ার এবং নরেন্দ্রনাথদ তেওয়ারি সহ ক্লাব সদস্য। প্রতিবছরই ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ঝালঝালিয়া সমন্বয় ক্লাব স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকে এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এই রক্তদান শিবিরে আনুমানিক শতাধিক রক্তদাতা রক্ত দান স্বেচ্ছায় রক্তদান করবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।