বালুরঘাটে পালিত হলো ১৮ ই আগস্ট স্বাধীনতা দিবস।

0
197

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  বালুরঘাট বিএড কলেজের ব্যবস্থাপনায় এবং মালদা সহযোগিতা সমিতি ও উজ্জীবন সোসাইটির উদ্যোগে প্রাক স্বাধীনতা (১৯৪২ থেকে ১৯৪৭) আলোচনা চক্র ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো আজ কলেজের নিজস্ব অডিটরিয়ামে। আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা আন্দোলনের অনেক অনালোচিত অধ্যায়ের উপর আলোকপাত করেন আজকের এই আলোচনা চক্রে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দরা। বালুরঘাট তথা অবিভক্ত দিনাজপুর জেলার স্বাধীনতা আন্দোলনের অনেক অজানা ইতিহাস তুলে ধরলেন কলেজের চেয়ারম্যান মাননীয় ড. নব কুমার দাস মহাশয়। এছাড়াও আজকের এই আলোচনা চক্রে বালুরঘাটের স্বাধীনতা আন্দোলনের নানান দিক নিয়ে কথা বলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীর সুপুত্র কবি অমল বসু মহাশয়। পরিবেশ এবং বৃক্ষরোপনের উপর বিশেষ আলোচনা করেন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন তথা শিক্ষারত্ন মন্দিরা রায়, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, বিশিষ্ট কবি এবং সম্পাদক মৃণাল চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক মাননীয় হরিপদ সাহা মহাশয়। আলোচনার চক্রের শেষে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দরা কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন । অনুষ্ঠানের শেষে সমাপ্তি ভাষণ দেন কলেজের প্রিন্সিপাল মাননীয়া ডঃ ববি মাহাত মহাশয়া।