শুক্রবার বালুরঘাটে বিজেপির পক্ষ থেকে পালিত হল স্বাধীনতা দিবস।

0
247

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৫ আগস্ট নয়। ১৯৪৭ সালের ১৮ আগস্ট পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে স্বাধীনতা পেয়েছিল পশ্চিমবঙ্গের দক্ষিনদিনাজপুর জেলার বালুরঘাট । পুরনো সেই সোনার স্মৃতি আগলেই শুক্রবার বালুরঘাটে বিজেপির পক্ষ থেকে পালিত হল স্বাধীনতা দিবস।

আজ সকাল সাড়ে দশটায় বালুরঘাট হাইস্কুল ময়দানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতবর্ষ স্বাধীনতা পায়। ঠিক সেই সময় মালদা জেলা পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) অধীনে চলে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর যখন সর্বত্র ছিল আনন্দের জোয়ার সেই সময়ে মালদার মন ছিল বেশ খারাপ। যদিও বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামী এবং কয়েকজন ব্যারিস্টারের হস্তক্ষেপে তিন দিন পর স্বাধীনতা পায় দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট। সেদিন বালুরঘাট কালেক্টরের ভবনে পূর্ব পাকিস্তানের ঝাণ্ডা নামিয়ে ওড়ানো হয় ভারতের তেরঙা পতাকা।

পুরনো সেই স্মৃতিকে সম্মান জানিয়ে আজও বালুরঘাটে ১৮ আগস্ট সাড়ম্বরে পালিত হয় স্বাধীনতা দিবস।