খুঁটি পূজো অনুষ্টিত হলো নদীয়ার রানাঘাটের কোর্টপাড়া ইয়ংস এর দুর্গাপুজোর।

0
239

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- নদীয়ার রানাঘাটের কোর্টপাড়া ইয়ংস এই বছর দুর্গাপুজো ৫৫বছর পদার্পণ করলো। আজ তাদের খুঁটি পূজো অনুষ্টিত হলো। এর আগে তাদের খুঁটি পুজো করার কথা ছিল কিন্তূ মলোমাস ছিল বলে অনুষ্টিত করতে পারিনি। তাই আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে। এই বার তাদের পূজো থিমের পূজো করা হচ্ছে পুরনো দিন কে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তাছাড়া নানা সমাজ মূলক কাজ করা হবে পূজো উপলক্ষে। সাবেকি ও থিমের প্রতিমা থাকবে ১৮লাখ টাকা বাজেট তাদের। এই পূজো বিগত দিনে অনেক পুরস্কার পেয়েছেন এই বার ও তাদের মণ্ডপ পুরস্কার পাবার লক্ষে এগোচ্ছে।