শহর বর্ধমানে ফুটপাতে ব্যবসা করা সকল ছোট বড় ব্যবসায়ীদের এবার থেকে দিতে হবে ‘কর’ এমনই জানানো হলো বর্ধমান পৌরসভার তরফে।

0
168

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ শহর বর্ধমানে ফুটপাতে ব্যবসা করা সকল ছোট বড় ব্যবসায়ীদের এবার থেকে দিতে হবে ‘কর’ এমনই জানানো হলো বর্ধমান পৌরসভার তরফে। বর্ধমান পৌরসভার তরফে জানানো হয় শহর বর্ধমানের ফুটপাতে যারা ব্যবসা করছেন এবার তাদেরকে দিতে হবে কর, আর এই নির্দেশ জারি হতেই হতাশার সুর ফুটপাতে ব্যবসা করা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীদের স্বার্থে বেশ কিছু দাবি জানিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন পূর্ব বর্ধমান চেম্বার অব টেডার্স চেয়ারম্যান বিশ্বেসর চৌধুরী। তিনি জানিয়েছেন, ব্যবসায়ীরা কর অবশ্যই দেবেন কিন্তু তার আগে ব্যবসার পরিকাঠামোর দিকে বর্ধমান পৌরসভাকে নজর দিতে হবে। ব্যবসার অবস্থা খুবই শোচনীয়, তাই ব্যবসায়ীরা ‘কর’ তো লোন নিয়ে দেবে না। সমস্ত বাস-কে বর্ধমান শহরে প্রবেশ করাতে হবে ব্যবসায়ীদের স্বার্থে। বাসের সমস্যার কারণে বহু মানুষ বর্ধমান শহরে প্রবেশ করতে পারছেন না, আর তাতে বহু অংশে লোকসানের মুখে ফুটপাতের ব্যবসায়ীরা। এই বিষয় নিয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, যারা ফুটপাতে বসে ব্যবসা করছেন তারা পৌরসভার জল বিদ্যুৎ ব্যবহার করছেন এবং যে নোংরা আবর্জনা ফেলছেন সেটা বর্ধমান পৌরসভাকেই পরিষ্কার করতে হচ্ছে তাহলে কেন তাদের কাছ থেকে কর না হবে না। তারাও বর্ধমান পৌরসভার অন্তর্গত জায়গাতে বসেই নিজেদের ব্যবসা করছেন।