দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে মৃত হলো আদিবাসী যুবক তথা হিলি থানায় সিভিক ভলেন্টিয়ারের। পুলিশ এবং স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে যে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের নাম উত্তম মুর্মু। জানা গেছে যে সোমবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে পাট পচনের কাজের জন্য গিয়ে ছিল খাড়িতে। মৃত্যুর ঘটনার চাওয়ার হতেই শুকের ছায়া শ্যামপুর গ্রাম সহ এলাকায়। শোক প্রকাশ করেছেন হিলি থানার আইসি গনেশ শর্মা সহ হিলি থানার অফিসার সহ সহ কর্মীরা। মৃত্যু ও যুবকের বাবা সরদার মুর্মু জানিয়েছেন যে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরত্বে পাট পচনের কাজে গিয়েছিল ছেলে উত্তম মুর্মু সেখানে বৈদ্যুতিক তারের সঙ্গে ছোঁয়া লেগে মৃত্যু হয় ছেলের। হিলি থানা আই সি গণেশ শর্মা জানিয়েছেন যে খুবই সৎ প্রকৃতির প্রকৃত ছেলে ছিল উত্তম তাহার মৃত্যুর ঘটনা কিছুতেই মেনে নিতে পারছি না। সকাল ৯ টা নাগাদ এমন ঘটনা ঘটার পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে উত্তম। সঙ্গে সঙ্গে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বাবুরা চিকিৎসা করার আগেই মৃত্যু হয় আদিবাসী যুবক সিভিক ভলেন্টিয়ারের। পরিবারে বাবা মা সহ তার স্ত্রী এবং এক ছোট্ট পুত্রকে রেখে গেলেন উত্তম। জানা গেছে যে এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে উত্তম মেরিনা হাঁসদা। উত্তম মুর্মু দিদি রিনা মুরমু জানিয়েছেন যে ভাই হিলি থানায় সিভিক ভলেন্টিয়ার ছিল। তাহার পরিবারের পিছনে প্রশাসন যাতে দাঁড়ায় এই দাবি রেখেছেন তিনি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম ও নবনির্বাচিত বিন সিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি পাহান গুড়িয়া সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।
Home রাজ্য উত্তর বাংলা বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে মৃত্যু হল হিলি থানা সিভিক ভলেন্টিয়ার উত্তম মুর্মুর।।