মিজোরামে দুর্ঘটনায়, মৃত মালদার ২৪জন পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারবর্গকে দুলক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

0
149

নিজস্ব সংবাদদাতা, মালদা:—মিজোরামে দুর্ঘটনায়, মৃত মালদার ২৪জন পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারবর্গকে দুলক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উল্লেখ্য, বুধবার সকালে মিজোরাম রাজ্যে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নির্মীয়মান রেল সেতু ভেঙে মালদার ২৪জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর মেলে। এরমধ্যে ১৬জনই রয়েছে রতুয়া-২নং ব্লকের। রতুয়া-২নং ব্লকের ১৬জন মৃত পরিযায়ী শ্রমিকের মধ্যে শুধুমাত্র পুখুরিয়ার চৌদুয়ার গ্রামেই রয়েছেন ১৪জন। বৃহস্পতিবার সকালে সেই গ্রামেই প্রথমে ছুটে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, বিধায়ক সমর মুখার্জি, আব্দুর রহিম বক্সী সহ আরও অনেকেই। তারা মৃতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করেন। তাদের সব ধরনের সরকারি সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে মৃতদের প্রত্যেক পরিবার পিছু ২লক্ষ টাকা সরকারি অনুদান প্রদানের ঘোষণা করেন।