অভিজ্ঞান ছোটা স্কুলের উদ্বোধন দুবরাজপুরে।

0
155

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পড়া পড়া খেলার পক্ষে। শিশুদের শরীর ও মানসিক বিকাশে খেলার ভূমিকা কম নয়। পড়াশোনার সঙ্গে খেলাকে জুড়ে দিলে শিক্ষাও আনন্দ দেয় এবং আরও ফলপ্রসূ হয়। এসব মাথায় রেখেই বিশিষ্ট সমাজসেবী পীযূষ উদেসী ও অমিত লোসলকার যৌথ উদ্যোগে এবং মাই ছোটা স্কুলের অধীনে বীরভূম জেলার দুবরাজপুরের রঞ্জনবাজারে অভিজ্ঞান ছোটা স্কুলের উদ্বোধন করা হয়। এদিন এই স্কুলের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, মাই ছোটা স্কুলের স্টেট হেড মানবেন্দ্র গড়াই, কাউন্সিলর সাগর কুণ্ডু, বুল্টি চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য, প্রভাত চ্যাটার্জি, তারক গড়াই সহ বিশিষ্টজনেরা। এখানে খেলার মাধ্যমে কচিকাঁচাদের শিক্ষাদান করা হবে বলে জানান উদ্যোক্তারা। এই স্কুলে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের পড়ানো হবে। এই স্কুলের প্রতিটি ক্লাস রুমে শিশুদের জন্য খেলার সামগ্রী রাখা হয়েছে।