ভারতীয় জ্ঞানরত্ন অ্যাওয়ার্ড পেলেন বাঁকুড়া জেলার চিত্রশিল্পী শিক্ষক গণপতি পাল মহাশয়।

0
336

আবদুল হাই, বাঁকুড়াঃ ভারতীয় জ্ঞানরত্ন অ্যাওয়ার্ড পেলেন বাঁকুড়া জেলার চিত্রশিল্পী শিক্ষক গণপতি পাল মহাশয়। গ্লোবাল স্কোলার ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২৭ শে আগস্ট পুনেতে একটি বিরাট অ্যাওয়ার্ড প্রোগ্রামে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নিজের নিজের কর্মক্ষেত্রে সফল ব্যাক্তিদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয় ।চিত্রশিল্পী শিক্ষক গণপতি পাল মহাশয় কে ভারতীয় জ্ঞানরত্ন পুরস্কার তুলে দেন পদ্মশ্রী পুরস্কার প্রাপক মাননীয় গিরিশ ইয়াসবন্ত প্রভুনে মহাশয়।

গণপতি বাবু আমাদের জানিয়েছেন পুরস্কার প্রেরনা দান করে । আমি এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি হয়েছি।নিজের কর্মক্ষেত্রে আরও উৎসাহ পেয়েছি। কিন্তু পুরস্কার নয়, আমার কর্মই যেন আমার পরিচয় বহন করে।

তিনি আরও জানিয়েছেন ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল প্রবল । কিন্তু আর্থিক সমস্যার জন্য তিনি আর্ট কলেজে পড়তে পারেন নি । কিন্তু সেটা তার কাছে কোন বাধা বলে কখনই তিনি মনে করেন নি । তিনি এটাই মনে করতেন ইচ্ছা থাকলে আর্ট কলেজে না পড়েও ছবি আঁকা নিয়ে পড়াশুনা চাইলেই করা যায় । ছবি আঁকার ভিত গড়ে তুলেছিলেন ওনার শিল্প শিক্ষক শ্যামাপ্রসাদ সাঁতরা মহাশয়। এবং মাননীয় শ্যামল সিকদার মহাশয় তার শিল্পী হবার স্বপ্নকে বাস্তবায়িত করে চলেছেন ।বাবা, মা , দিলীপ অধিকারী , সুখেন্দু ভট্টাচার্য , বিজন ভঞ্জ এনাদের আশির্বাদ এবং কয়েকজন বন্ধুদের ভালোবাসা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন তিনি।

ছোটবেলা থেকে এখনও পর্যন্ত গুরুর কাছে অবিরাম চলছে তার শিল্প শিক্ষা গ্রহন এবং তার নিয়মিত চর্চা । তিনি দেবারতি কলা কেন্দ্রের প্রতিষ্ঠা করেছেন এবং গত বিশ বছর ধরে তিনি তার অর্জিত শিক্ষা এবং নিজের অভিজ্ঞতা বিতরন করে চলেছেন হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে। তাদের মধ্যে অনেকেই আজ প্রতিষ্ঠিত । তার নিজের এবং ছাত্রছাত্রীদের আঁকা ছবি নিয়মিত বিক্রি হয় দেশে বিদেশে ।

বহু প্রতিভার বিকাশ সাধনে ওনার ভূমিকা অপরিসীম।
তিনি কখনই নিজের প্রতিষ্ঠা চাননি তিনি তার ছাত্রছাত্রী দের প্রতিষ্ঠা এবং তাদের সফলতার শির্ষে দেখতে চান। তাই আজ তাকে দেওয়া হল ভারতীয় জ্ঞানরত্ন অ্যাওয়ার্ড।