বর্ধমানের শক্তিগড়ে গয়নার দোকানে ডাকাতির চেষ্টায় ১ জনকে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ।

0
98

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বর্ধমানের শক্তিগড়ে গয়নার দোকানে ডাকাতির চেষ্টায় ১ জনকে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ। জানা যায় ধৃত শেখ রবির মেমারির বগিলা এলাকায় বাড়ি। ধৃতের বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।
গত শুক্রবার অর্থাৎ ২৫শে আগস্ট শক্তিগড়ে জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে একটি গয়নার দোকানে ডাকাতির চেষ্টা হয়।
ডাকাতিতে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হন দোকান মালিক সদীপ দাস, গুলি লাগে পেটে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন।

দোকান মালিক জানিয়েছিলেন,অন্যান্য দিনের মতো সেদিনও তিনি দোকান খুলে ক্রেতার অপেক্ষায় ছিলেন। তখন মোটরসাইকেলে করে তাঁর দোকানে আসে ২ যুবক। একজন মোটরসাইকেল থেকে নেমে গয়না দেখতে চান। অন্যজন মোটরসাইকেলের ওপরেই ছিল। গয়না দেখানোর সময় হঠাত্‍ পকেট থেকে বন্দুক বার করে আমার দিকে তাক করে। আমি বাধা দিলে আমাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা ।

উক্ত ঘটনার তদন্তে নেমে গয়নার দোকান ও আসেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে শক্তিগড় থানার পুলিশ। অবশেষে সাফল্য পান পুলিশ। অভিযুক্তকে শেখ রবি বলে চিহ্নিত করা হয়। ঘটনার ৪ দিন পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন শক্তিগড় থানার পুলিশ আধিকারিকরা।
অভিযুক্তকে পেশ করা হয় বর্ধমান আদালতে শক্তিগড় থানার তরফে।