কালনা রোড অবরোধে সামিল হয় স্থানীয় মানুষজনেরা।

0
247

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-বর্ধমান পৌরসভার ফেলা নোংরা আবর্জনা চলে আসছে রাস্তার উপরে, যার ফলে যাতায়াতের সমস্যার পাশাপাশি দুর্ঘটনা ঘটার প্রবল আশঙ্কায় কালনা রোড অবরোধে সামিল হয় স্থানীয় মানুষজনেরা। অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও সুফল মেলেনি। স্থানীয়রা দাবি করেন, নোংরা আবর্জনা নির্দিষ্ট স্থানের মধ্যে ফেলতে হবে, এবং এলাকা যাতে সাফ-সূত্র থাকে সেইদিকে নজর দিতে হবে বর্ধমান পৌরসভাকে। পথ অবরোধের জেরে বেশ কিছু সময়ের জন্য থমকে যায় যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে কথা বলার পাশাপাশি সমস্যা সমাধানের উপায় জানালে উঠে যায় পথ অবরোধ।
অবরোধকারীদের মধ্যে সঞ্জীব রাজ মল্য নামে এক ব্যক্তি বলেন, পৌরসভার সংগ্রহ করা ময়লা আবর্জনা রাস্তা বন্ধ করে দিচ্ছে। সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি স্কুলের বাচ্চাদের নিয়ে যেতেও খুব সমস্যা হচ্ছে। দুর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়। আমরা এর সমাধান দাবি করছি যত দ্রুত হয়।