কালিয়াগঞ্জ ৪ নাম্বার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়তের পুরিয়া মহেশ পুর হাই স্কুলে শিক্ষক দিবসের দিনে অরাম্বর অনুষ্ঠানের মধ্যে শিক্ষক দিবস পালন করা হয়।

0
249

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-বিদ্যালয় এক মন্দির এই চিন্তা ভানা করে পড়াশুনা কে আরো কি ভাবে আকর্ষণ করা চিন্তাভাবনা করে ৫ টি আবেক্ষ মুর্তি স্থাপন।উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ৪ নাম্বার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়তের পুরিয়া মহেশ পুর হাই স্কুলে শিক্ষক দিবসের দিনে অরাম্বর অনুষ্ঠানের মধ্যে শিক্ষক দিবস পালন করা হয় পাশাপাশি ৫ জন মনীষী ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ, রবীন্দ্রনাথ ঠাকুর,নেতাজী সুভাষ চন্দ্র বসু,স্বামী বিবেকানন্দ,কাজী নজরুল ইসলামের আবক্ষ্য মূর্তির উদ্বোধন করা হয় বিদ্যালয়ের প্রাঙ্গনে।
স্কুলের পক্ষে
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পুথিগত শিক্ষার বাইরে মনীষীদের সম্পর্কে অবগতি করতে অভিনব উদ্যোগ গ্রহণ করে স্কুল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার উরফে বাপ্পা সরকার ,জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: সমিত কুমার মজুমদার,বিদ্যালয়ের সভাপতি আব্দুল রহীম সহ বিশিষ্ট জনেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: সমিত কুমার মজুমদার বলেন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের আমাদের মহান মনীষীদের সম্পর্কে অবগতি করতে বিদ্যালয়ের উদ্যোগে ৫ জন মনীষীর আবক্ষ্য মূর্তির উদ্বোধন করা হল।আগামীতে আরো দুটি মূৃ বসানো হবে