এক অভিনব বর্ণাঢ্য শোভাযাত্রা র মাধ্যমে বাংলার মহান স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী বীর যোদ্ধা দের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কৃষক জাগরণ অভিযান এর সূচনা।

0
379

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “বাঘা যতীন স্মৃতি পরিষদ ” বালিয়াপাল, ওড়িশা, অল ইন্ডিয়া জে পি, সমাজবাদী মঞ্চ,গ্লোবাল কায়স্থ কনফারেন্স,GKC,ক্রাইম রিসার্চ সেন্টার, কুশদা অভিনন্দন ক্লাব,মিলিত ভাবে এক অভিনব বর্ণাঢ্য শোভাযাত্রা র মাধ্যমে শতাধিক সাইকেল যাত্রী সহ অবিভক্ত বাংলার মহান স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী বীর যোদ্ধা দের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কৃষক জাগরণ অভিযান এর সূচনা করে। উড়িষ্যার বালেশ্বর বাঘা যতীন পার্ক থেকে শুরু হয়ে নদীয়া জেলার কৃষ্ণানগর পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা র সমাপ্তি হবে ।
আজ দ্বিতীয় দিনে,মেদিনীপুর জেলার নারায়ণগড় মকদম্পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে এর সকাল ৮ ঘটিকায় শোভাযাত্রার শুরু করেন সর্বভারতীয় জে ,পি, সমাজবাদী মঞ্চের রাষ্ট্রীয় সভাপতি অশোক দাস,উপস্থিত ছিলেন বাঘা যতীন স্মৃতি পরিষদ এর সম্পাদক মন্ডলীর নেত্রীবৃন্দ মনোজ শীট,অরবিন্দ বেহেড়া,মন্মথ পাত্র,বসন্ত বারিক, গ্লোবাল কায়স্থ কনফারেন্স এর রাজ্য সম্পাদক দীপক দাস, কুষদা অভিনন্দন ক্লাব এর সম্পাদক শুভজিৎ সামন্ত,মন্মথ নায়েক,সুভাষ শী,সঞ্জয় পরীদা, খিতিশ জানা,সহ সংগ্রামী সাথী বৃন্দ।
খড়গপুর শহর পরিক্রমার পর মহান স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্র নাথ শাসমল মহাশয় এর মূর্তির পাদদেশে মেদিনীপুর এর বিশিষ্ট সাংসদ দিলীপ ঘোষ মহাশয়, (Member of Parliament,Respected, Dilip Ghosh,) এই শোভাযাত্রায় অংশ গ্রহণ কারি সকল সংগ্রামী সাথী গনকে সম্ভোধিত করেন ও অবিভক্ত বাংলার মহান স্বাধীনতা সংগ্রামী ,বীর বিপ্লবী সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন,বিশেষ করে মহান স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্র নাথ শাসমল মহাশয় এর সংগ্রামী জীবনের আপোষহীন সংগ্রাম এর প্রতি আলোকপাত করেন।
সমাজবাদী মঞ্চের রাষ্ট্রীয় সভাপতি অশোক দাস, মহান স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীর যোদ্ধা ক্ষুদিরাম বসু,হেমচন্দ্র কানুনগো, আগষ্ট বিপ্লব এর মহান স্বাধীনতা সংগ্রামী গন, মাতঙ্গিনি হাজরা, অজয় মুখার্জী,সুশীল ধারা,সতীশ সামন্ত, নিকুঞ্জ বিহারী মাইতি, মহান স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চন্দ্র সেন, মহান বিপ্লবী বীর মাস্টারদা সূর্যসেন সহ সকল স্বাধীনতা সংগ্রামী গন দের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
গ্লোবাল কায়স্থ কনফারেন্স এর রাজ্যা সম্পাদক দীপক দাস,মহান স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধা, বিপ্লবী বীর , যতীন্দ্র নাথ মুখোপাধ্যায় মহাশয় এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
আজকের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কৃষক জাগরণ অভিযান ,মহান স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীর যোদ্ধা, ক্ষুদিরাম বসুর জন্মস্থান মোহবণী , কেশপুর এ গিয়ে আজকের মত সমাপ্ত হয়।