মালদা জেলার চাঁচল দক্ষিণ পাড়া দূর্গোৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় খুঁটি পূজার।

0
424

নিজস্ব সংবাদদাতা, মালদা,চাঁচল:-—খুঁটি পূজার মধ্যে দিয়ে সূচনা হলো দুর্গাপুজোর। রথ যাত্রার পর থেকেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। বিভিন্ন এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে খুঁটিপুজো। পূজা উদ্যোক্তারা খুঁটি পূজার মধ্যে দিয়ে তাদের পূজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন।রবিবার দিন মালদা জেলার চাঁচল দক্ষিণ পাড়া দূর্গোৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় খুঁটি পূজার। উপস্থিত ছিলেন, পুজো কমিটির সভাপতি অমিতেস পাণ্ডে, সম্পাদক চিরঞ্জিত চক্রবর্তী, সমু ভট্টাচার্য, মৃন্ময় রায়, সৌরভ ঝা সহ অন্যান্য ক্লাব সদস্যরা।
ঢাক কাঁসর বাজিয়ে এদিন খুঁটি পূজার আয়োজন করা হয়। খুঁটি পূজার মধ্যে দিয়ে তাদের পুজোর সূচনা হয় বলে জানান, অমিতেশ পান্ডে।তিনি বলেন, এবারে এই দুর্গোৎসব ১৭ তম বর্ষ পদার্পণ করল। এছাড়া ও পুজোর থিম বদ্রিনাথ,আলোকসজ্জা ও প্রতিমা থাকবে চোখে পড়ার মতো।প্রতিমা শিল্পীরা লালু পাল এবং মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছে বাপ্পা ডেকেরোটর ।এছাড়াও খুঁটি পূজার পর সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।