বসবাস করা খাস জমি দখল করাকে কেন্দ্র করে আহত একই পরিবারের চারজন, গুলিবিদ্ধ ২৪ বছর বয়সী এক যুবক।

0
169

নদীয়া-নাকাশিপাড়া, নিজস্ব সংবাদদাতা:- বসবাস করা খাস জমি দখল করাকে কেন্দ্র করে আহত একই পরিবারের চারজন, গুলিবিদ্ধ ২৪ বছর বয়সী এক যুবক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। নদীয়ার নাকাশিপাড়া থানার হরনগর অঞ্চলের ফুনি গ্রামের ঘটনা। গুলিবিদ্ধ হয়ে আহত যুবক কলিম শেখের অভিযোগ, বিগত বেশ কয়েক বছর ধরে রাস্তার পাশের একটি খাস জমিতে তারা বসবাস করেন, কিন্তু প্রতিবেশী এক পরিবার ওই জায়গাটি দখল করার চেষ্টা করে। গ্রামের পঞ্চায়েত কে নিয়ে সালিশি সভা করা হয়, এরপরও তার প্রতিকার হয়নি। পরবর্তীতে আদালত পন্ত মামলা গড়ায়। কিন্তু আদালত সাফ জানিয়ে দেয় সরকার না চাইলে এই জমি কেউ কিনতে পারবে না। অভিযোগ, এদিন হঠাৎই দলবল নিয়ে ওই প্রতিবেশী পরিবারের সদস্যরা কলিম শেখের পরিবারের উপর হামলা চালায়, এরপর বেধড়ক মারধর করে। যুবক কলিম শেখ ঠেকাতে গেলে তার বাপ পায়ে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে, যদিও কলিম শেখের পরিবারের আরো চারজন গুরুতর আহত হয়। সাথে সাথেই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে, সেখানে অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধ কলিম শেখ কে নিয়ে আসা হয় নদীয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে। এখন চিকিৎসাধীন যুবক কলিম শেখ। তবে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হরনগর অঞ্চলের ফুনি গ্রাম। খবর পেতেই ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। গুলিবিদ্ধ যুবকের দাবি, আমরা দীর্ঘদিন ধরেই তৃণমূল করি, আর যারা তাদের উপর হামলা চালিয়েছে তারাও তৃণমূল দল করে। যদিও গোটা ঘটনার তদন্তে নাকাশিপাড়া থানার পুলিশ।