মাথাভাঙ্গায় জলে ডুবে মৃত্যু হলো এক শিশু কন্যার, শোকের ছায়া পরিবারে।

0
151

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  জলে ডুবে মৃত্যু হলো এক শিশু কন্যার। মৃত ওই শিশু কন্যাটির নাম সঙ্গীত বর্মন(৯)। সে চতুর্থ শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের বড় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গলাকাটা এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়রা ঝিলে নেমে খুঁজতে শুরু করে। পরে ওই শিশু কন্যাকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাথাভাঙ্গা ১ নং ব্লকের বড় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গলাকাটা এলাকার দমদমা ঝিলে পা পিছলে পড়ে যায় ওই শিশু কন্যাটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে ওই ঝিলে নামে। পরে তাকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেহ উদ্ধার করে ময়নতদন্ত করে পুলিশ ওই দেহ পরিবারের হাতে তুলে দেয়। ওই শিশু কন্যাটি মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

এদিন এবিষয়ে মৃত শিশু কন্যাটির পাশের বাড়ির এক ব্যক্তি জানান, আজ সঙ্গীত দুপুরে ছাগল আনতে যায় গলাকাটা এলাকার দমদমা ঝিলে। ওই সময় শিশু কন্যাটি মলত্যাগ করে জল নিতে যায় ঝিলে। সেখানে ছিল আরও দুটি বাচ্চা। সেই সময় সে ঝিলে পা পিছলে পড়ে যায়। তারপর বাকি দুই শিশু চিৎকার করতে করতে বাড়িতে খবর দিতে গেলে ওই শিশু সেখানে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই শিশু কন্যাকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। ওই ঘটনায় শোকের ছায়া নেমেছে আসে পরিবারে।