আজ গণেশ পূজো উপলক্ষে লাড্ডু বিক্রি করে ব্যাবসায়ীরা খুশি, কিছুটা লাভের মুখ দেখছেন।

0
228

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গণপতি বাপ্পা মহারাষ্ট্রে প্রধান পূজো। আর এই পূজো উপলক্ষে যেমন ঝাঁকঝমক হয় পাশাপাশি রাজ্য সহ জেলাতেও এই গণেশ বন্দনা এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে। বিশেষ করে গণেশ পূজো উপলক্ষে লাড্ডু বিক্রি হচ্ছে। মিষ্টান্ন ব্যাবসায়ীরা খুশি তাদের এই লাড্ডু বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখছেন। ১০০টাকা থেকে শুরু করে ২০০, ২৫০এমনকি ৩০০টাকার লাড্ডু গণেশ পূজো উপলক্ষে বিক্রি হচ্ছে। মতিচুর, বাসোম, দরবেশ, নানা ধরনের লাড্ডু বিক্রি হচ্ছে। তবে বিগত দুই বছর ধরে গণপতি পূজো উপলক্ষে বিক্রি বেশি হচ্ছে। তাই লাড্ডু বিক্রি প্রতি রানাঘাটের মিষ্টি ব্যাবসায়ীরা একটু বেশি আগ্রহী। গণপতি কৃপায় তাদের কিছুটা অর্থ উপার্জন। গণপতি পূজো বৃদ্ধি হাওয়াতে বড় লাড্ডু তৈরি করার ক্ষেত্রে আলাদা নজর দেওয়া হয়েছে। ২০০পিস ৩০০পিস বড় লাড্ডু বিক্রি হয়ে যাচ্ছে নিমিষে।