নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের ৬ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সিপিআইএমের দলীয় কার্যালয় প্রাঙ্গণে।যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তারা।
লোক শিল্প বাঁচাও লোক শিল্পী বাঁচাও স্লো গান কে সামনে রেখে শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সিপিআইএমের দলীয় কার্যালয় প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্প সংঘের উদ্যোগে পালন করা হয় বাৎসরিক জেলা সম্মেলন।এবারের তাদের সম্মেলন ৬ তম বর্ষে পদার্পণ করেছে।এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংগঠনের জেলা সম্মেলন পালন করা হয়।এদিনের জেলা সন্মেলনের বিষয়বস্তু উঠে আসে গ্রাম বাংলার ঐতিহ্য লোক শিল্প বাঁচাও ও লোক শিল্পী বাঁচাও।যেখানে আগামী দিন এই সংগঠন আরো কি করে লোক শিল্প ও লোক শিল্পীদের নিয়ে ভালো কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করা হয়।এদিনের এই পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের ৬তম সন্মেলনের উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রশান্ত কুমার মৈত্র সহ সংগঠনের একাধিক কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।