বেহাল রাস্তার দশার জন্য GPT কাস্টিং লিমিটেড কারখানা কে দায়ী করে গেটের সামনে গ্রামবাসীদের নিয়ে বিক্ষোভ জেলা পরিষদের সদস্যর, কটাক্ষ বিজেপি বিধায়কের।

0
110

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভদরা মোড় থেকে জয়সিংহপুর গ্রাম যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা সংস্কারের দাবি নিয়ে আজ সকাল থেকেই GPT কাস্টিং কারখানার গেটের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। নেতৃত্ব দেন জেলা পরিষদের সদস্য মানিক মাজী। কারখানার গেটে কাউকে প্রবেশ করতে বা কারখানা থেকে বেরোতে দেয়নি। ফলে গেটের সামনে আটকে পড়ে কাজে যোগ দিতে আসা শ্রমিক এবং পণ্যবাহী গাড়ি। রাস্তার বেহাল দশা সৃষ্টির জন্য কারখানা কর্তৃপক্ষ কে দায়ী করেছেন আন্দোলনকারী গ্রামবাসীরা। তাদের অভিযোগ এই কারখানার ভারী পণ্যবাহী যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য রাস্তা বেহাল হয়ে পড়েছে। যাতায়াতের চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। কারখানা কর্তৃপক্ষকে রাস্তা সংস্কারের জন্য বারংবার জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। যদিও এই রাস্তার কাজ পথশ্রী প্রকল্পে বেশ কিছুদিন ধরে চলছে।

আজকের এই আন্দোলনের মুখ যেহেতু তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য মানিক মাজী,তাই এই আন্দোলন কে কটাক্ষ করেছেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী।