ডেঙ্গু মোকাবিলায় এবারে ড্রোন উড়িয়ে নজরদারি চালাল মালদা জেলা প্রশাসন।

0
216

নিজস্ব সংবাদদাতা, মালদহ:- ডেঙ্গু মোকাবিলায় এবারে ড্রোন উড়িয়ে নজরদারি চালাল মালদা জেলা প্রশাসন। বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসন এবং ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে ড্রোন উড়িয়ে ৯, ১১ এবং ১২ নম্বর ওয়ার্ড জুড়ে নজরদারি চালানো হয়। উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, ওয়ার্ড কমিটির সদস্য এবং কাউন্সিলাররা। উল্লেখ্য বর্তমানে মালদায় জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১০০ জন। তারমধ্যে গত সাত দিনে আক্রান্ত হয়েছে ১১০ জন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬৪ জন।