ছয় দিন যাবত বংশীহারি ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায়।

0
251

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ ছয় দিন যাবত বংশীহারি ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায়। বৃষ্টি কমলেও বংশীহারি ব্লকের একাধিক গ্রাম এখনও জলমগ্ন। দুর্ভোগে এলাকাবাসী ।বৃষ্টি কমলেও বৃষ্টির জমা জল গ্রাম থেকে এখনও বের হয়নি। বংশীহারি ব্লকের বেশকিছু গ্রাম এখনো জলের তলায়। বংশীহারি ব্লকের মহগ্রাম গ্রামবাসীদের অভিযোগ, “ছয় দিন হয়ে গেল এখনো প্রশাসনের তরফ থেকে ২ কিলো চাল ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। আমরা এখনো একটি স্কুলে আশ্রয় নিয়ে আছি। স্কুলের মেঝেতে পর্যন্ত জল উঠে গেছে। প্রশাসনের তরফ থেকে যদিও একটি জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে, সেই ট্যাঙ্কটি রাজ্য সড়কের ধারে রয়েছে। স্কুল থেকে রাজ্য সড়কের ধারে জল আনতে গেলে এক কোমর সমান জল অতিক্রম করতে হচ্ছে। খাওয়া দাওয়া রান্না কষ্টে আছে এখন পর্যন্ত প্রাশাসনের দেখ মিললো না বলে জানান লক্ষী বসাক।
বাইট মনিমালা মন্ডোল
৷ ও অন্যান্য গ্রামবাসী