বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে মালদহের বামনগোলা ব্লকে এলেন জেলা শাসক নিতীন সিংহানিয়া।

0
160

মালদা-বামনগোলা, নিজস্ব সংবাদদাতাঃ —-পুনর্ভবা নদী ও টাঙ্গনা নদী জলে বন্যা জলে ভাসছে।এই পরিস্থিতিতে রবিবার মালদহের বামনগোলা ব্লকে এলেন জেলা শাসক নিতীন সিংহানিয়া। জেলা শাসক প্রথমে বামনগোলা ব্লকে বিডিও ও বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন অঞ্চলের প্রধান কে নিয়ে বন্যার পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করা হয়। সেখান থেকে মদনাবতী অঞ্চলের কুপাদাহ দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন। জেলা শাসক বলেন বাবামনগোলা ব্লকের চারটি অঞ্চলের বন্যা পরিস্থিতি খুব খারাপ সেই সব জায়গায় আমরা পরিদর্শন করলাম মদনাবতী অঞ্চলের পুনর্ভবা ও টাঙ্গনা নদীর জলে বন্যা বেস ক্ষতি হয়েছে আমরা সেসব জায়গায় পরিদর্শন করলাম তাদের পাশে আমরা রয়েছি সহযোগিত করছি বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর অঞ্চলের।মদনাবতী অঞ্চলের কুপাদাহ এলাকায় নদীর বাঁধ ঘুরে দেখা হলো।ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সামগ্রিক পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে ত্রিপল, শুকনো খাবার, পরিস্রুত পানীয় জল মেডিসিন নিয়ে পুনর্ভবার জলে প্লাবিত গ্রামগুলিতে পাঠানো হছে।এদিন উপস্থিত ছিলেন.. জেলা শাসক নিতীশ সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী আইএএস, বামনগোলা বিডিওরাজু কুন্ডু,জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ ও ত্রাণ বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর, বামানগলা এডিও ইন্দ্রনীল সর্মা, সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।