নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার ২রা অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধীজির জন্ম দিবসে সরকারি নির্দেশিকা অনুযায়ী আনন্দ পরিসর নামে অভিনব পাঠদানের একটি বাস্তবায়ন জটেশ্বর ৩ নং অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। মাত্র একদিনের চেষ্টায় শিক্ষক শিক্ষিকাদের ভাবনার প্রতিফলন সুন্দর করে প্রতিস্থাপন করেছে বিদ্যালয়ের কচিকাঁচারা। বিদ্যালয়ের শুরুতেই পুরো প্রাঙ্গন নিজেদের হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করা পাশাপাশি বৃক্ষ রোপন, মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে উদ্দেশ্য করে প্রবন্ধ রচনা এবং সবশেষে সম্পূর্ণ ডিজিটাল ভাবে “মেরা ভারত মহান” – এই টপিক-কে কেন্দ্র করেই আনন্দপরিসরের এদিনের প্রচেষ্ঠা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আনন্দ পরিসর নামে অভিনব পাঠদানের একটি বাস্তবায়ন জটেশ্বর ৩ নং অতিরিক্ত প্রাথমিক...