দুবরাজপুর পৌরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর জন্মদিন পালন।

0
174

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ ২রা অক্টোবর। মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪ তম জন্মদিন৷ ভারত মাতার সন্তান হলেও তাঁর অহিংসা, সত্যাগ্রহ এবং স্বরাজ দর্শনের জন্য গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন এই মহান পুরুষ৷ আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিন পালন করা হল পৌর অঙ্গনে। এদিন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জি। তাছাড়াও গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কাউন্সিলার মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী, সোমনাথ ধর, রাজু ধীবর, অমিত দে সহ পৌরসভার কর্মীরা। উল্লেখ্য, ১৮৬৯ সালের এই দিনে গুজরাটের পোরবন্দরে জন্ম গ্রহণ করেন অহিংস নীতির প্রতিমূর্তি মহাত্মা গান্ধী৷ ভক্তরা ‘মহাত্মা’ এবং ‘বাপু’ এই দুই নামে ডাকতেন গান্ধীজিকে৷ তবে সরকারিভাবে তাঁকে ‘জাতির জনক’ খেতাব প্রদান করা হয়৷ তাঁর জন্ম দিন হিসেবে প্রতি বছর আজকের দিনে ভারতবাসী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘গান্ধী জয়ন্তী’ পালন করে৷ সরকারিভাবে দিনটিকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়৷ কাউন্সিলর সেখ নাজির উদ্দিন জানান, আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতিবছর গান্ধীজির জন্মদিন পালন করি। এবছর পৌরপ্রধান ও উপ পৌর প্রধান বিশেষ কাজে বাইরে থাকার জন্য তাঁদের অনুপস্থিতিতে আমরাই আজকের দিনটি পালন করলাম।