নিজস্ব সংবাদদাতা, মালদা—-জল নিকাশি নিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। নিকাশি ব্যবস্থা বেহাল,,হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর এলাকার বারুইপাড়ায়,,বারুইপাড়ায় এলাকায় তৈরি হয়েছিল একটি ড্রেন সেই ড্রেনের ঠিকঠাক কাজ না হওয়ায় ক্ষোভ উগরেছে গ্রামবাসীরা। অভিযোগ বাসন্তী মোড় থেকে বারুইপাড়া দূরত্ব প্রায়ই ২০০ মিটার নদীর পার রয়েছে। সেখানে বাসন্তী মরে জল সেই রাস্তা দিয়ে নামানো হচ্ছে যার জেরে নদীর পাড়ের বাসিন্দারা আতঙ্কেই রয়েছে। তাদের অভিযোগ নদীর ধারে বাড়ি থাকাই যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বাসন্তী মোড় থেকে বারুইপাড়ার নদীর ধার প্রায় দুইশ মিটার রাস্তা ও ড্রের রয়েছে। সেই জল নামানো হচ্ছে নদীতে জল নামতেই নদীর ধারে বেশ কিছু বাড়ির অংশ কেটে গিয়েছে এমনটাই অভিযোগ নদীর তীরে থাকা বাড়ির বাসিন্দাদের এই নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা তাদের অভিযোগ এই জল রাস্তা উপর দিয়ে নামালে নদীর ধারে বাড়ি আর বেশিদিন থাকবে না।ড্রেন ঠিকমতো করা হয়নি। কাজ ছেড়ে নদীতে জল নামার সময় নদীর ধারে থাকা বাড়ি কিছুই থাকবে না অনেকটাই কেটে গিয়েছে বাড়ির কিছু অংশ। দিনানা দিন খাওয়া পরিবারগুলি কান্নায় ভেঙে পড়ছে এই বিষয়ে জানতে পেরে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা আসেন ঘটনাস্থলে।এই বিষয়ে আইহো গ্রামপঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল বলেন ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম এই বিষয়ে বিডিও স্যারকে জানানো হয়েছে দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply