ত্রিপল না পেয়ে ব্লক অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন।

0
135

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বেশ কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে বহু ঘরবাড়ি ভেঙে পড়ে গিয়েছে। এমনকী খড়ের ছাউনি দেওয়া বাড়ি গুলোতেও জল ঢুকছে। তাই এখন ত্রিপল দেওয়া ছাড়া কোনো উপায় নেই। পঞ্চায়েতে ত্রিপল নিতে গেলে পঞ্চায়েত ব্লক যেতে বলে। তাই আজ সকাল থেকেই বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা আসেন দুবরাজপুর ব্লক অফিসে ত্রিপলের জন্য। কিন্তু সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও ত্রিপল না পেয়ে শেষমেশ তাঁরা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলেই পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে আসেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। বিডিও রাজা আদক গ্রামবাসীদের জানান, যাঁরা যাঁরা দরখাস্ত জমা দিয়েছেন তাঁদের বাড়িতে এনকোয়ারি করতে যাবে ব্লক অফিসার টিম এবং যাঁরা প্রাপক তাঁরা অবশ্যই তিন-চারদিনের মধ্যে ত্রিপল পাবেন। যতজন আজ দুবরাজপুর ব্লক অফিসে ত্রিপল নিতে এসেছিলেন তাঁরা প্রত্যেকেই জানাচ্ছেন তাঁদের বাড়ির অবস্থা খুবই খারাপ। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তাঁদেরকে ব্লক অফিসে পাঠিয়েছেন। দুবরাজপুরের প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বহু গ্রামবাসী এদিন জড়ো হন ত্রিপল নিতে। যদিও আজ ত্রিপল না নিয়েই তাঁদের বাড়ি ফিরতে হয়।