তিস্তায় ভেসে আসা জিনিসপত্র নিয়েই বিপত্তি, সেনার যন্ত্রণাংশ ভেসে আসার পর বাড়িতে নিয়ে গিয়ে খুলতে গিয়েই বিস্ফোরণ।

0
157

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : – সিকিমের বিপর্যয়ে লাভবান এর আশায় তিস্তায় ভেসে আসা জিনিসপত্র নিয়েই বিপত্তি। সেনার যন্ত্রণাংশ ভেসে আসার পর বাড়িতে নিয়ে গিয়ে খুলতে গিয়েই বিস্ফোরণে। গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনায় এক শিশুর প্রাণ গিয়েছে। জলপাইগুড়ি ক্রান্তির চাপডাঙ্গা এলাকার ঘটনা। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ঘটনায় যে শিশুর প্রাণ গেছে তার নাম সাইনুর মোহাম্মদ ( ৭ )। এছাড়াও আহত হয়েছেন লতিফা খাতুন, লাকু মোহম্মদ, রুকসানা পারভীন, রমজান আলী এবং গুমের আলী। ইতিমধ্যেই তাদের মধ্যে দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

এদিন রাতেই গুরুতর আহতদের দেখতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন জলপাইগুড়ি সদর ব্লকের বিধায়ক প্রদীপ কুমার বার্মা, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়াগো। দুজনেই ঘটনার শোক প্রকাশ করেন এবং এলাকাবাসীদের আরো সচেতন থাকার পরামর্শ দেন।