কুশমন্ডির সেনা জোয়ান সিকিমে নিখোঁজ,উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

0
124

দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিপর্যস্ত, ছিন্নভিন্ন সিকিম। নিখোঁজ এখনও বহু। এরইমধ্যে খোঁজ মিলছে না, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার দপিটা গ্রামের এক কর্মরত সেনা জোয়ানের।তার নাম রণবীর মিস্ত্রি। আতঙ্ক-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। ভেসে গেছে জাতীয় সড়ক সহ একের পর এক রাস্তা। তিস্তার তোড়ে ভেসে গেছে ঘর-বাড়ি। বাড়ছে মৃতের সংখ্যা। খোঁজ নেই সেনা জওয়ান থেকে অসংখ্য স্থানীয় বাসিন্দার। নিখোঁজ বহু পর্যটক।
এমনই একটি নিখোঁজ সংবাদ পাওয়া গেল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দপিটা গ্রামে। মঙ্গলবার রাত আটটার সময় স্ত্রীর সাথে সেই নিখোঁজ সেনা জওয়ানের শেষ কথা হয়। এর পর থেকে তার সাথে আর কোন যোগাযোগ করা যায়নি বলে জানান স্ত্রী সহ ওই পরিবারের সদস্যরা । ফোনও সুইচড অফ সেই নিখোঁজ সেনা জওয়ানের। আতঙ্কে-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ সেই সেনা জোয়ান শিলিগুড়ির শালুগাড়া ক্যাম্পে কর্মরত ছিল। সেখান থেকে তার পোস্টিং হয় সিকিমে। গত মঙ্গলবার রাত আটটা নাগাদ তার স্ত্রীর সাথে কথা হয়,এমনটাই জানান তার পরিবারের সদস্যরা।
এই মর্মে পরিবারের পক্ষ থেকে কুশমন্ডি থানায় নিখোঁজের ডায়রি করা হয়। তেমনটাই জানালো পরিবারের পিতা ও আত্মীয়রা।
এদিকে নিখোঁজ সেনা জোয়ান রণবীর মিস্ত্রির মা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের দাবি প্রশাসন যেন তাদের সন্তানকে নিরাপদে ঘরে ফিরিয়ে নিয়ে আনে।