বনেদি বাড়ির পুজো বারোয়ারি রূপ পাওয়া পুজো হল বালুরঘাট শহরের কাঁঠালপাড়া এলাকার স্বর্গীয় দীননাথ চৌধুরীর বারোয়ারি মন্দির এর দুর্গাপুজো।

0
411

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ বহু প্রাচীনকাল থেকেই এই বাংলায় দুর্গাপূজা হয়ে আসছে। প্রাচীনকালে মূলত বনেদি বাড়ি গুলিতে পুজো হতো। কালের সাথে সাথে বাংলার কোনায় কোনায় বারোয়ারি পুজোর প্রচলন হয়। কালের নিয়মে বনেদি বাড়ির পুজো গুলির জৌলুস অনেকটাই কমে গেছে। পাল্লা দিয়ে বেড়েছে বারোয়ারি পুজোর জৌলুষ। অনেক বনেদে বাড়ির পুজো বন্ধ হয়েও গেছে। অনেক বনেদি বাড়ির পুজো বারোয়ারি রূপ পেয়েছে। তেমনি বনেদি বাড়ির পুজো বারোয়ারি রূপ পাওয়া পুজো হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কাঁঠালপাড়া এলাকার স্বর্গীয় দীননাথ চৌধুরীর বারোয়ারি মন্দির এর দুর্গাপুজো। দেড়শ বছরের বেশি পুরনো এই পুজোটি স্বর্গীয় দীননাথ চৌধুরী বাড়ির পূর্বপুরুষরা চালু করে। এই জমিদার বাড়ির বর্তমান সদস্যরা প্রত্যেকেই গত হয়েছেন একজন যিনি রয়েছেন তিনিও মানসিক ভারসাম্যহীন।এই পুজো বন্ধ হয়ে যেতে বসলে এলাকাবাসী এগিয়ে আসেন এই পুজোর হাল ধরতে। বর্তমান এলাকাবাসীদের উদ্যোগে পূজো হয়ে থাকে। এই বছর এই পুজো চার লক্ষ টাকা বাজেটে অনুষ্ঠিত হবে। এই পুজোর থিম এবার পুরুলিয়ার ছৌ নিত্য। এই পুজোয় ঠাকুর এবার ছৌ নৃত্যের আদলে তৈরি হয়েছে। প্যান্ডেলেও ছৌ নিত্যকেই গুরুত্ব আরোপ করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলার ঐতিহ্যশালী এই লোক শিল্পকে বালুরঘাটের সাধারণ দর্শনার্থীদের সামনে তুলে ধরতেই উদ্যোক্তাদের এই উদ্যোগ। এখন দেখার বিষয় দর্শকদের কতটা মন কারে।