অসহায় পরিবারে কাছে জামাকাপড় সহ রান্নার আসবাবপত্র তুলে দেওয়া আসবাবপত্র সহ জামাকাপড় বাড়ি আনতেই দেখেন জামাকাপড় ছেরা সহ সেই সব রান্না যাবতীয় জিনিস ভাঙাচোরা অবস্থা।

0
206

নিজস্ব সংবাদদাতা, মালদা-হবিবপুর —-বেশ কয়দিন আগে মুষলধারে বৃষ্টিতে ভেঙে পড়েছে বাড়ি।এমনই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট হওয়া ভিডিও দেখে অসহায় পরিবারে ভাঙ্গা ঘরের ছবি।সেই ছবি দেখে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছিলেন হবিবপুর ব্লক প্রশাসন,পৌছায় বুলবুলচন্ডি অঞ্চলের মনোহরপুর এলাকার বিশ্বনাথ মাহাতোর বাড়িতে।সেখানে ব্লক প্রশ্নের আধিকারিকেরা ওই অসহায় পরিবারে কাছে জামাকাপড় সহ রান্নার আসবাবপত্র তুলে দিয়েছিলেন হাতে ।সেই আসবাবপত্র সহ জামাকাপড় বাড়ি আনতেই দেখেন জামাকাপড় ছেরা সহ সেই সব রান্না যাবতীয় জিনিস ভাঙাচোরা অবস্থা। পরিবারের তরফ থেকে জানানো হয় ব্লক প্রশাসনকে। এ বিষয়ে ব্লক প্রশাসনকে জানানো হলে হবিবপুরে ব্লকের বিডিও সুপ্রতিক সাহা বলেন,আমরা খবর পেয়ে বুলবুলচন্ডি অঞ্চলের মনোহরপুর এলাকায় ওই পরিবারের কাছে জামা কাপড় সহ আসবাবপত্র পাঠিয়েছি।পরিবারের কাছে যেসব জিনিস গিয়েছে সেই সব জিনিস ভাঙ্গাচরা ও জামা কাপড় ছেড়াঁ রয়েছে।এমন যদি ঘটনা থাকে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এই নিয়ে রাজনীতি মহলে প্রশ্ন উঠেছে যে প্রশাসনের তরফ থেকে দেওয়া জিনিস কি করে খারাপ বের হয়। এই নিয়ে প্রশ্ন উঠেছে সরিষার মধ্যে কি ভূত রয়েছে।