নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- সিকিম বিপর্যয়ের পর থেকে আজও খোঁজ নেই বালুরঘাট থানার অন্তর্গত ভ্যারেন্ডা শ্রী কৃষ্ণপুর গ্রামের চার আদিবাসী শ্রমিকের। দিশেহারা পরিবারগুলি। পুলিশ ও প্রশাসনের দারস্থ হয়েও নিঁখোজদের খোঁজ মেলেনি বলে ক্ষোভ তাদের।
জানা গিয়েছে, ওই গ্রামের নিঁখোজদের মধ্যে রয়েছেন জয়ন্ত মুর্ম, সুজয় টুডু, বিক্রম সোরেন এবং তার বাবা বাদল সোরেন। এদের মধ্যে প্রথম তিনজনের বছর উনিশ কুড়ির মধ্যে। শিলিগুড়ির এক ঠিকাদারের সঙ্গে এরা সিকিমে কাজ গিয়েছিলেন। কিন্ত সেখানে বিপর্যয়ের পর থেকে এই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবার।
গ্রামবাসী সুজাতা বেসরা জানান, তার স্বামী ছেলে সহ গ্রামের চারজন গিয়েছিল তাদের গ্রাম থেকে। এছাড়া কুড়াইডাঙা ৩, নপাড়া ১ এবং দরিয়াল গ্রামের ১ জন শ্রমিক নিঁখোজ। তারা এনিয়ে সব মহলে যোগাযোগ করেছেন। আজও তাদের হদিশ পাওয়া যাচ্ছেনা। দ্রুত যাতে তারা ফিরে আসে সেই আশা করছি আমরা।
Home রাজ্য উত্তর বাংলা সিকিম বিপর্যয়ের পর থেকে আজও খোঁজ নেই বালুরঘাট থানার অন্তর্গত ভ্যারেন্ডা শ্রী...