মহালয়ার পূর্ণ তিথিতেও কুমিরের আতঙ্ক কাটছে না পূর্ণার্থীদের, প্রত্যেকটি স্নানঘাট জাল ও বাঁশের ব্যারিকেট দিয়ে মুড়ে ফেলা হয় পৌরসভার পক্ষ থেকে।

0
115

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মহালয়ার পূর্ণ লগ্নে তীর্থ ভূমি নদিয়ার নবদ্বীপের অন্যতম স্নানের ঘাট রানী রাসমণি স্মৃতি বিজড়িত রানীর ঘাট সহ ভাগীরথী নদীর তীরবর্তী একাধিক ঘাটে শনিবার সকাল থেকেই জন প্লাবন বয়ে যায়। যদিও পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই তর্পন করতে আসা মানুষদের জন্য প্রতিটি ঘাটকে জাল ও বাঁশ দিয়ে মুড়ে দেয় পূর্ণার্থীদের নিরাপত্তার জন্য। জানা যায় বেশ কয়েকদিন আগে কাটোয়া এবং কালনায় দুটি কুমির ধরা পড়ে তারপর থেকে রীতিমতো কুমির আতঙ্কে দিন গুণ ছিলেন তর্পণ করতে আসা মানুষজন। তর্পণ করতে এসে যাতে কোন রকম প্রাণহানি বা কুমিরের আক্রমণের শিকার না হতে হয় তার জন্য গতকাল শুক্রবার দুপুর থেকেই পৌরসভার পক্ষ থেকে নবদ্বীপের একাধিক গঙ্গার স্নানের ঘাট গুলিকে বাঁশ ও জাল দিয়ে মুড়ে ফেলা হয়েছে। যদিও শনিবার সকাল থেকেই বিভিন্ন স্নানঘাট গুলিতে কাতারে কাতারে মানুষের ভির হয়, অন্যদিকে পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকেও চালানো হচ্ছে কড়া নজরদারি।