পুজোর আগে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজির।

0
147

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পুজোর আগে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজির। ১৫ অক্টোবর রবিবার পূর্ব বর্ধমান জেলা জুড়ে এক সাফাই অভিযানের ডাক দিয়েছেন তিনি। পুজো কমিটি, বাজার কমিটি, বিভিন্ন অফিস, স্কুল, ক্লাব সহ সকল সংস্থাকেই এই অভিযানে যুক্ত হতে বলেছেন। যার নাম দেওয়া হয়েছে “আগমনীর আহ্বান পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান” সেই মতন জোর কদমে চলছে প্রচার। শনিবার বর্ধমান-২ ব্লকের অনাময় হাসপাতাল ও শক্তিগড় ল্যাংচা বাজার পরিদর্শনে যান বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) সানা আক্তার, বর্ধমান-২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি,পঞ্চায়েত সদস্য আজাদ রহমান ও নবনির্বাচিত প্রতিনিধিগণ।

এদিন বিডিও সুবর্ণা মজুমদার বলেন, পূর্ব বর্ধমান জেলাশাসকের নির্দেশে স্বচ্ছতার অভিযান ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ আমরা বর্ধমান দুই ব্লকের দুটি জায়গা পরিদর্শনে করলাম। এখন এই জায়গাগুলো কি অবস্থায় আছে, আগামীকাল কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সে বিষয়ে দেখে গেলাম। এছাড়াও প্রত্যেক দোকানদারকে আমরা তার নির্দিষ্ট জায়গায় যাতে ময়লা ফেলে সে বিষয়ে সচেতন করলাম এরপরেও যদি তারা এই নির্দেশ না মানে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।