পুরাতন মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে সংবর্ধনা সভা এবং রাজনৈতিক জেলা কনভেনশন কর্মসূচি অনুষ্ঠিত হল মালদহের পুরাতন মালদার সাহাপুরে। তৃণমূলের এই রাজনৈতিক জেলা কনভেনশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজামুল হোসেন। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন
এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজ বাজার ও পুরাতন মালদা পৌরসভার দুই চেয়ারম্যান, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কার্তিক ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই কনভেনশনের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী লোকসভা ভোটকে সামনে রেখে বুথ স্তরীয় দলের পর্যালোচনা করা।
এদিন এই কনভেনশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান দলের প্রধান, পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং দলের পদাধিকারীদের নিয়ে সমন্বয়ের সাথে কাজ করতে হবে তবেই প্রশাসনিক আধিকারিক বিডিও, আইসির কাছে সম্মান পাবেন বা কথা শুনবে আর যদি আপনারা নিজেরা ঠিক না থাকেন তবে সেই সুযোগ নিবে প্রশাসনিক আধিকারিকরা।
কনভেনশনের মুখ্য বক্তা মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তার বক্তব্যে বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর যেসব প্রকল্পের রুপ দিয়েছেন তা হচ্ছে সার্বজনীন প্রকল্প কারন পরিষেবা কেউ বঞ্চিত থাকে না। পাশাপাশি দলীয় বিষয়ে বলেন, দলের মুল সম্পদ হচ্ছে বুথ স্তরীয় করমীরা তাই বুথের কর্মীদের গুরুত্ব দিতে হবে কারণ দল না থাকলে কারো অস্তিত্ব থাকবে না। তাই এদিন এই মঞ্চে মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আরো বলেন, দলের কর্মী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে হতে হবে। পাশাপাশি বিরোধীদের কে কটাক্ষ করেন, মমতা ব্যানার্জির সমালোচনা করে চলেছেন বিরোধীরা, জাতের নামে বজ্জাতি করছে কোন উন্নয়ন করে না শুধু মানুষের আবেগ নিয়ে খেলা করে এবং সবশেষে কর্মীদের বার্তা দেন আগামী লোকসভা নির্বাচনে মালদার উত্তর ও দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কর্মীদেরকে ঝাঁপিয়ে পড়তে মমতা ব্যানার্জি উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছাতে হবে।
Home রাজ্য উত্তর বাংলা সংবর্ধনা সভা এবং রাজনৈতিক জেলা কনভেনশন কর্মসূচি অনুষ্ঠিত হল মালদহের পুরাতন মালদার...