জৌলুস হারিয়েছে, তবে রীতিনীতি আজও এক ব্যানার্জী ও আচার্য পরিবারের পুজো।

0
338

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের গোপীনাথপুর গ্রামের ব্যানার্জি ও আচার্য পরিবারের দুর্গাপুজো প্রায় সাড়ে চারশো বছরের পুরানো। পরিবারের সূত্রে জানা গেছে রামেশ্বর আচার্য এখানে দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে দুর্গাপূজা শুরু করেছিলেন। একসময় অতি আড়ম্বরতার সাথে দুর্গাপুজো অনুষ্ঠিত হতো। কালের প্রবাহে আচার্য ও ব্যানার্জি বাড়ির পুজো তার আরাম্বরতা ও জৌলুস অনেকখানি হারিয়েছে। প্রাচীনকালের বাড়ি ও মন্দির সংস্কারের অভাবে আজ রুগ্ন হয়ে গেছে। শ্যাওলা ধরেছে দেওয়ালে। পরবর্তীতে নতুন ভাবে দুর্গামন্দির নির্মাণ ও প্রতিষ্ঠা করা হয়। জৌলুস কমলেও নিয়মমৃতির কোন পরিবর্তন হয়নি এখানের পূজোর। পূজোর উপকরণ বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে তৈরি হয়। বৈষ্ণবী মাদুর্গার খুবই জাগ্রত বলে মনে করা হয়। অনেকের মনবাসনা পূরণ হয় বলে জানা যায়।