বড়িশা স্বামীজি একাডেমির দুর্গ মণ্ডপ উদ্বোধন ও সপ্তমীর সকালের নবপত্রিকা স্নানে উন্মাদনা এলাকার মহিলাদের।

0
324

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “প্রতিমাতে দুর্গা নয়,প্রতি মা তেই দুর্গা থাকে” এইবার তাকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা এলাকায় বড়িশা স্বামীজি একাডেমি ও এলাকার মহিলাদের উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন করা হয়,ষষ্ঠীর দিন সন্ধ্যায় যার শুভ উদ্বোধন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে যায়, উদ্বোধন করলেন এলাকার মায়েরা,আগত অতিথিদের ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা, এলাকার যুবতীদের ধুনুচি নাচের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় পূজো মন্ডপ, জানা গিয়েছে স্বামীজি একাডেমিক ক্লাবের সদস্যরা এই পুজোর সঙ্গে জড়িত থাকলেও মূল উদ্যোক্তা এলাকার মহিলারা, প্রত্যেক বছর এলাকার মায়েদের যথেষ্ট সম্মান জানানো হবে এই পূজার মধ্য দিয়ে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা,জানা গিয়েছে এই বছর তাদের বাজেট আনুমানিক 2 লক্ষ টাকা, পুজোর কটা দিন থাকছে নানান সংস্কৃতি অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচি, সপ্তমীর সকালে অর্থাৎ শনিবার সকালে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে নবপত্রিকা স্নান যাত্রা সম্পন্ন হয়, সব মিলিয়ে পূজোর কটা দিন জমজমাট থাকছে বড়িশা স্বামীজি একাডেমির দুর্গ মণ্ডপ, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।