অষ্টমির পূর্ণ তিথিতে মা সারদা দেবীর ভিটেতে কুমারী পুজো।

0
242

আবদুল হাই, বাঁকুড়াঃ কমবেশি সকলের পরিচিত জায়গা হল বাঁকুড়া জেলার জয়রামবাটি, কারণ জয়রামবাটিতে সারদা মায়ের মন্দির রয়েছে। আর এখানেই অষ্টমীর দিন হয় কুমারী পূজা। যা দেখতে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন।
মঙ্গল হোক মা সারদা এমন কথায় সকলের উদ্দেশ্যে বলতেন। তার আশীর্বাদ ও ভালোবাসা তার সকল সন্তানের মধ্যে সবসময় থাকবে বারে বারে বিশ্বজননী মা সারদা তার ভক্তদের বলতেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্ত্রী সারদাকে জগত জননী, শক্তিরূপে আরাধনা করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন মা সারদা সাধারন মা নন তিনি সাক্ষাত দুর্গা। সেই বিশ্বজননী জগতজননী মা সারদার জন্মভিটে জয়রামবাটিতে দুর্গাপুজা শুরু হয় ১৯২৫।