নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পল্লী পুজো সর্বজনীন দুর্গৎসব ষষ্ঠীতলা তাদের পুজো 77 তম বর্ষ পদার্পণ করলো তাদের এই বারে থিম বাঁশের কেল্লা। প্রতিমা বাঁশের সাজ। তাদের আলোক সজ্জা নিয়ে আসা হয়েছে চন্দননগর থেকে আলোর ঝর্না ধারায় তাদের পুজো মণ্ডপ ও প্রবেশ পথ অন্য মাত্রা পেয়েছে। দর্শনার্থী দের প্রশংসা পেয়েছে। প্যান্ডেল করা হয়েছে বাঁশের নানা ধরনের নানা কাজ দিয়ে। বাজেট প্রায় 10 লাখ পাশাপাশি প্রতিমা ডাকের সাজ প্রতিমা সাজের প্রতি নজর দেওয়া হয়েছে। সব খবরের পক্ষ থেকে সেরা আলোকসজ্জা বিচারকদের বিচারে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা।
Home রাজ্য দক্ষিণ বাংলা রানাঘাট পল্লী পুজো সর্বজনীন দুর্গৎসব ষষ্ঠীতলা সব খবরের পক্ষ থেকে সেরা আলোকসজ্জা...