রানাঘাট কলেজের সবুজ মাঠ ধ্বংস করে কংক্রিটের জঙ্গলে ভরে ওঠার বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ ডেপুটেশন।

0
152

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- রানাঘাট কলেজের ভেতর সবুজ ঘাসে ঢাকা মাঠ বন্ধ করে দিয়ে কংক্রিটের বিল্ডিং উঠছে। এমনই অভিযোগ নিয়ে, সাত নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর কামনাশিস চ্যাটার্জি কর্মী সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ প্রদর্শন করেন কলেজের সামনে।। কি ভাবে এবং কার অঙ্গুলিহেলনে হটাৎ করে কলেজের ভেতরে মাঠ বন্ধ করে বিল্ডিং করা হচ্ছে সে কথাই জানতে গভর্নিং বডির সদস্যদের সাথে তারা কথা বলবেন বলে জানিয়েছেন। আক্ষেপের সুরে তিনি বলেন প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে একটি বড়সড় সবুজে ঘেরা মাঠ থাকবে, এটাই স্বাভাবিক। জেলার পার্শ্ববর্তী বিভিন্ন কলেজে স্থানীয় বিধায়ক গভর্নিং বডির সভাপতি হন, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রানাঘাট কলেজে সভাপতি হিসাবে স্থানীয় বিধায়ক পার্থসারথি চ্যাটার্জিকে দায়িত্ব দেওয়া হয়নি শুধুমাত্র বিজেপি হওয়ার কারণে। শিক্ষা প্রতিষ্ঠানে সর্বময় কর্মকর্তারা এভাবে রাজনৈতিক মেরুকরণ করেছেন শুধুমাত্র দুর্নীতি এবং বেনিয়ম করার জন্যই। তবে কামনাশিস বাবু, বলেন আজ শুধুমাত্র গভর্নিং বডির সদস্যদের বিষয়টি জানানো হবে লিখিতভাবে যদি ব্যবস্থা গ্রহণ করেন ভালো না হলে আগামী দিনে বড়সড়ো আন্দোলন গড়ে উঠবে। তিনি হতবাক হন বর্তমান মিউনিসিপালিটি চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পৌর পরিষদ কিংবা কাউন্সিলর সকলেই এই কলেজের প্রাক্তন ছাত্র অথচ তারা নির্বাক রয়েছে সবুজ ধ্বংসের বিষয়ে।