দক্ষিণ দিনাজপুর জেলায় নয়া তিনটি শাখা চালু করল ডাকবিভাগ।

0
92

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- দক্ষিণ দিনাজপুর জেলায় নয়া তিনটি শাখা চালু করল ডাকবিভাগ। দক্ষিণ দিনাজপুর ডিভিশনের অন্তর্গত বালুরঘাটের চকবলিরাম, তপন এর ভ্যারেন্ডা এবং বংশীহারী ব্লকের বুনিয়াদপুরের জামার এলাকায় শাখা তিনটি চালু হল। যার উদ্বোধন করেন বালুরঘাট লোকসভার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু, কলকাতা রিজিওনের পিএমজি সঞ্জিভ রঞ্জন, দক্ষিণ দিনাজপুর ডিভিশনের ডাকবিভাগ সুপার সিদ্ধার্থ ভট্টাচার্য সহ অনান্যরা। পাশাপাশি, এদিন বোল্লা মন্দির পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
তিনি বলেন, সাধারণ প্রান্তিক গ্রামের বহু মানুষ আছেন যারা ব্যাঙ্কিং সিস্টেমের আওতায় আসেননি। তারা যাতে এই সিস্টেমের মধ্যে এসে পরিষেবা নেন তার জন্য ডাকবিভাগের তিনটি শাখা চালু হল। সুকান্ত বলেন, এর আগে সারদার মত বিভিন্ন সংস্থায় টাকা রেখে ক্ষতির মুখে পরেছেন মানুষ। সেসব যাতে না হয় তার জন্য প্রত্যন্ত এলাকায় ডাকঘর শাখা চালু হল। সরকারি এই বিভাগে টাকা রাখলে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানান সুকান্ত।