ফের পুনর্বাসনের দাবিতে ভাঙনদুর্গতদের বিক্ষোভ রতুয়া-১ ব্লক দপ্তরের সামনে।

0
178

নিজস্ব সংবাদদাতা, রতুয়া, ৩০ অক্টোবর : – ফের পুনর্বাসনের দাবিতে ভাঙনদুর্গতদের বিক্ষোভ রতুয়া-১ ব্লক দপ্তরের সামনে। সোমবার পায়ে হেঁটে মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা গ্রামের ভাঙনদুর্গতরা রতুয়া বিডিও অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, এবার গঙ্গা ভাঙ্গনে ব্যাপক ক্ষতি হয়েছে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা গ্রাম। ওই গ্রামের শতাধিক পরিবার ভাঙনে গৃহহীন। এখনো খোলা আকাশের নিচে দিন গুজরান করতে হচ্ছে। প্রশাসনের তরফে তাদের ত্রিপল এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে বিজয়া দশমীর পর থেকে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি মাসের ১১ তারিখে বিডিও রাকেশ টোপ্পো প্রতিশ্রুতি দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে জমি চিহ্নিত করে দুর্গতদের পুনর্বাসনের জন্য জমি দেওয়া হবে। তবে প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি।ফলে আজ বিডিও দপ্তর সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে।
যদিও এই বিষয়ে রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো ক্যামেরার সামনে কোন কিছুই বলতে চাননি।