হাসপাতালে চিকিৎসা করাতে আসার পথে,মোটরবাইকের ধাক্কায় মৃত্যু এক মহিলার।

0
290

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ হাসপাতালে চিকিৎসা করাতে আসার পথে বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো বছর আটত্রিশের বন্দনা পাল নামে এক মহিলার। গুরুতর আহত ওই মহিলার স্বামীও। সোমবার সিমলাপাল থানা এলাকার বন দুবরাজপুর বাসস্ট্যাণ্ড এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বন দুবরাজপুর গ্রামের কুমার পাড়ার বাসিন্দা বন্দনা পাল নামে ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে সাইকেলে চেপে আমলাশুলি-বিক্রমপুর রাস্তা ধরে হাসপাতালে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইক পিছন থেকে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। আহত অবস্থায় ওই মহিলার স্বামীকে সিমলাপাল ব্লক প্রাথমিক হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতার ছেলে মনোরঞ্জন পাল, গ্রামবাসী অনিমেষ মণ্ডলদের দাবি, মদ্যপ অবস্থায় ওই মোটর বাইক চালক এই দূর্ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দুবরাজপুর এলাকায় বেআইনী মদের কারবার বন্ধের দাবি তিনি জানিয়েছেন।

দুবরাজপুর অঞ্চল তৃণমূল সভাপতি উদয়শঙ্কর সিংহ বলেন, বিষয়টি দুঃখজনক। মৃতার একটি পাঁচ বছরের ছেলে আছে বলেও তিনি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিমলাপাল থানার পুলিশ। ‘ঘাতক’ মোটর বাইক ও চালককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে