কালিয়াগঞ্জের ত্রিধারা ক্লাবের কালি পুজো এবার ৪৮ তম বর্ষে।

0
216

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-উত্তর দিনাজপুর জেলার মধ্যে শ্যামাপূজোতে যে সমস্ত বিগ বাজেটের পুজো গুলো হয় প্রতি বছর তার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের ত্রিধারা ক্লাবের পুজোর অন্যতম। ৪৮ তম বর্ষে এবার এই ক্লাবের শ্যামা পুজোতে থিম করা হয়েছে মাটির ঘরে মা। অর্থাৎ এই পুজো কমিটি সকলের কাছে একটা বার্তা দিতে চাইছে যে মাটির ঘরের মধ্যে থেকেও মাকে সুন্দর করে পূজা করা যায়। আজ থেকে খুঁটিপুজোর মাধ্যমে এই ক্লাব তাদের এবারের শ্যামা পূজোর কর্মকাণ্ড শুরু করে দিল। এই ক্লাবের অন্যতম কর্মকর্তা সুজিত সরকার বলেন তারা বরাবরই শ্যামা পুজো উপলক্ষে তাদের ক্লাবের পুজোতে চমক দিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম হবে না। মাটির ঘরে মা কে সুন্দরভাবে সাজিয়ে তারা নতুন একটা বার্তা সমাজকে দিতে চায়। এর পাশাপাশি সুন্দর আলোর কারসাজিও থাকবে যা সকলকে মুগ্ধ করবে । এছাড়াও মন্ডপ প্রাঙ্গনে কয়েক দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিচিত্রা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে বহিরাগত এবং স্থানীয় শিল্পীদের সমন্বয়। সব মিলিয়ে এবারও যে ত্রিধারা ক্লাব সকলকে টেক্কা দিবে সেটা নিঃসন্দেহে বলা যেতেই পারে।