মেদিনীপুর শহরের রাস্তায় হটাৎই হানা জেলার ফুড সেফটি অফিসার সহ জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা: সৌম্যশঙ্কর সারেঙ্গী।

0
447

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার ফের মেদিনীপুর শহরের রাস্তায় হটাৎই হানা জেলার ফুড সেফটি অফিসার সহ জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা: সৌম্যশঙ্কর সারেঙ্গী ৷ সঙ্গে পুলিশ ও পৌরসভার বিভিন্ন আধিকারিকরাও৷ এই দিন তাঁর প্রথমে মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকাতে একটি বিরিয়ানির দোকানে হাজির হন ৷ সেখানে বেশ কিছুটা পুরনো খাবার দেখতে পান ৷ যদিও দোকানের মালিক জানান- পুরনো খাবার কুকুরকে দেওয়া হয় ৷ তাদের জন্য রাখা হয়েছে ৷ পরে মেয়াদ উত্তীর্ন অগ্নি নির্বাপক পদ্ধতি নিয়ে হুশিয়ারী দেন আধিকারিকরা ৷ লাইসেন্সও জমা করার নির্দেশ দিয়েছেন ৷ এরপরে আরও কয়েকটি দোকানে পরপর হানা দিয়েছেন আধিকারিকরা ৷ সকলের কাছ থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করেছেন তাঁরা ৷
মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন- “ শহরে খাবারের দোকানে খাবারের গুমান পরীক্ষায় এই অভিযান ৷ সব স্থানেই পরীক্ষা করা হবে ৷ যাদের পরীক্ষা করা হল তাদের বেশ কিছু সমস্যা পাওয়া গিয়েছে ৷ সেগুলি সংশোধন করতে নির্দেশ দিয়ে খাবারের নমুন সংগ্রহ করা হয়েছে ৷ পরীক্ষা করে দেখা হবে সেগুলি ৷ ”