গোয়ালতোড়ের ঢেপুয়া প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ এলাকার প্রভাবশালীদের,ঘটনাস্থলে বনদপ্তর ও পুলিশ

0
136

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত নয়াবসত বন বিভাগের ঢেঁপুয়া প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠল এলাকার বেশকিছু প্রভাবশালীদের উপর, বুধবার দুপুর নাগাদ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর ও গোয়ালতোড় থানার পুলিশ, তবে পুলিশ ও বনদপ্তর পৌঁছানোর আগেই সেই জায়গা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা, ইতিমধ্যেই সেই সমস্ত কাটা গাছ উদ্ধার করে পুলিশ এবং বনদপ্তর, জানা গিয়েছে ওই সব কাটা গাছগুলির মূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ টাকা,এই দিন দুপুরের পর অর্থাৎ বিকেল সাড়ে তিনটা নাগাদ এমনটাই জানা গিয়েছে বনদপ্তর সূত্রে,যদিও এই বিষয় নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্লক প্রশাসনের,অন্যদিকে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ এবং বনদপ্তর, প্রসঙ্গত বনদপ্তর জেলা ও রাজ্য প্রশাসন থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে যেখানে গাছ লাগানোর বার্তা দেওয়া হচ্ছে সেখানে অবৈধভাবে গাছ কাটার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্রই।