সর্বজনীন কালীপুজোর খুঁটি পুজো হাজামডিহিতে।

0
196

আবদুল হাই , বাঁকুড়াঃ – খাতড়ার হাজামডিহি গিরিধারী ক্লাবের পরিচালনায়, হাজামডিহি সর্বজনীন কালী পুজোর খুঁটি পুজো হল । বিগত কয়েক বছরের ন্যায় এবারও নিয়ম মেনে আজ সকালে তাঁদের খুঁটি পুজো সম্পন্ন হয়। এদিন খুঁটি পুজো উপলক্ষ্যে ক্লাব কর্তাদের তৎপরতা ছিল তুঙ্গে।

বাঁকুড়ার খাতড়া ব্লক এলাকার কালীপুজোর গুলোর মধ্যে অন্যতম হল হাজামডিহি সর্বজনীন কালীপুজো। হাজামডিহি গিরিধারী ক্লাবের পরিচালনায় প্রতিবছরেই থিমের চমক থাকে এই কালীপুজোয়। এ বছরও তার অন্যথা হচ্ছে না। পুজো উদ্যোক্তারা জানান, নিয়মমেনে আজ খুঁটি পুজো হল। এ বছর তাদের থিম হল আরব্য রজনী’র গল্পগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘আলিবাবা চল্লিশ চোর গল্পে’র ডাকাতদের গুপ্ত গুহা। যা ৮ থেকে ৮০ প্রত্যেক দর্শনার্থীদের নজর কাড়বে বলে উদ্যোক্তারা আশাবাদী।

পুজোর উদ্যোক্তাদের মধ্যে সুকান্ত মন্ডল জানান, এবারের পুজো ৩০ তম বর্ষে পদার্পণ করল। বাজেট প্রায় ৪ লক্ষ টাকা। পুজো উপলক্ষে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, নরনারায়ণ সেবা বস্ত্রদান শিবির সহ কলকাতার নামকরা অতিথি শিল্পীদের যাত্রাপালা। এই পুজো ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। প্রতিবছরই মন্ডপ পরিদর্শনে ভিড় জমে দর্শনার্থীদের এ বছরও প্রচুর ভিড় হবে বলে আশাবাদী তিনি।

থিম শিল্পী বাবলু মন্ডল জানান, বাঁশ, চট সহ সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে থিম। থিমের সাথে সামঞ্জস্য রেখে গুহার ভেতরে থাকবে মায়ের পাথরের মূর্তি। মূলত বাচ্চাদের কথা ভেবে এই থিমের পরিকল্পনা। পাশাপাশি এই থিমের মাধ্যমে ‘লোভ যে মানুষের সর্বনাশ ডেকে আনে’ সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে থিম শিল্পী জানিয়েছেন।