দাদুর শেষকৃত্য সম্পন্ন করে বাড়িতে ঢোকার সময়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ২৩ বছরের এক যুবকের।

0
81

আবদুল হাই, বাঁকুড়াঃ প্রয়াত দাদুর শেষকৃত্য সম্পন্ন করে বাড়িতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম পল্লব কর (২৩)। বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকার খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের কররামপুর গ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, কররামপুর গ্রামের বীরেন্দ্রনাথ কর দীর্ঘ বার্ধক্যজনিত রোগ ভোগের পর রবিবার মারা যান। ওই দিনই সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে ধর্মীয় রীতি মেনে সংগৃহীত অস্থি তুলসী থানে মাটির নিচে সাময়িকভাবে সংরক্ষণ করতে গিয়ে শাবল দিয়ে মাটি খোঁড়ার সময় মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই অবস্থায় গুরুতর আহত অবস্থায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যথেষ্ট পরোপকারী এই যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী প্রহ্লাদ কর বলেন, গ্রামের যেকোন সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিত পল্লব। এলাকায় যথেষ্ট ভালো ছেলে হিসেবে পরিচিত পল্লবের এই মর্মান্তিক মৃত্যু যথেষ্ট বেদনাদায়ক বলে তিনি জানান।

মৃত পল্লবের বাবা জয়ন্ত কর বলেন, অস্থি সংরক্ষণের সময় তুলসী থানে শাবল দিয়ে মাটি খোঁড়ার সময় বৈদ্যুতিক তারে শর্ট শার্কিটেই ছেলের মৃত্যু হয়।

পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।