প্রতারণার অভিযোগে ধৃত জেলা শাসকের দপ্তরে কর্মরত এক সরকারি কর্মচারীর।

0
295

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- প্রতারণার অভিযোগে ধৃত জেলা শাসকের দপ্তরে কর্মরত এক সরকারি কর্মচারীর। চতুর্থ শ্রেণীর ওই সরকারি কর্মচারীর নাম শুভঙ্কর চক্রবর্তী। তার বিরুদ্ধে চাকরির প্রলোভন দিয়ে সাত লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে বালুরঘাট থানার পুলিশ গ্রেফতার করে। এদিন ধৃত ব্যক্তিকে বালুরঘাট আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

জানা গিয়েছে, বালুরঘাটের চকভৃগু এলাকার বাসিন্দা শেফালী চক্রবর্তী ও তার ছেলে শুভঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ এর অভিযোগ করেন এলাকারই দুই বাসিন্দা অরিজিৎ দাস এবং দীপেশ বর্মন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শেফালী চক্রবর্তীকে মাসখানেক আগেই গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। সেই মামলার তদন্তের সূত্র ধরে, ওই সরকারি কর্মী শুভঙ্কর চক্রবর্তী জড়িত থাকায় গতকাল রাতে তাকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। এদিন ওই সরকারি কর্মীকে বালুরঘাট আদালতে তুলে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা জানান, প্রতারণা মামলায় ডিএম অফিসে কর্মরত এক কর্মচারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে আদালতে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মদ্যপ্য অবস্থায় বাইক দুর্ঘটনার আরো একটি মামলা করা হয়েছে বলে জানান বালুরঘাট থানার আইসি।